বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেণের দুই যাত্রী থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে আসা রফিক আলম ও মনির হোসেন নামের দুই যাত্রী বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামামাত্র গ্রেফতার করা হয়।
এসময় তাদের হাতে থাকা ল্যাগেজ থেকে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার করে ঢাকা গোয়েন্দা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন।
তিনি জানান, সুবর্ণ এক্সপ্রেসে ইয়াবার একটি বড় চালান আসছে বলে খবর ছিল। সুবর্ণ এক্সপ্রেসে ট্রেনটি দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর স্টেশনে থামলে দুই যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ট্রলিতে তিনটি পলিথিনের প্যাকেটে ১৩৯টি জিপারে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৭৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।