পুলিশি সরঞ্জামসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইমদাদুল শরীফ, মোঃ খোকন মিয়া, মোঃ মাসুদুর রহমান তুহিন, মামুন সিকদার, মোঃ কামাল হোসেন, মোঃ ওয়াহিদুল ইসলাম, মোঃ ফারুক বেপারী ও মোঃ মতিউর রহমান।
মঙ্গলবার (২৬ অক্টোবর, ২০২১) ধারাবাহিক অভিযানে রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি ওয়াকিটকি, ১টি ডামি পিস্তল, ১ জোড়া হাতকড়া, ০১টি নেভি ব্লু রংয়ের ট্রাভেল ব্যাগ, ২টি ডিবি জ্যাকেট, ৪টি নতুন গামছা, ১টি সিলভার রংয়ের প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।