রাজধানীর মুগদা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা চালিয়ে ইয়াবাসহ ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাবিব, নূরুল ইসলাম, মারজিয়া আক্তার, মোঃ মোবারক, জান্নাতুল ফেরদৌস ও শিরিন আক্তার। এসময় তাদের হেফাজত থেকে ২৬০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর, পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ অক্টোবর, ২০২১ (শনিবার) সকাল ৮:৫০ টায় মুগদা থানার ঝিলপাড় এলাকা থেকে জাহাঙ্গীর, হাবিব, নূরুল ও মারজিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ঐ একই দিন সকাল ৯:৩০ টায় মুগদা থানার মানিকনগর এলাকা থেকে মোবারক, জান্নাতুল ফেরদৌস ও শিরিন আক্তারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে।