বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্তে জরুরী বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর, ২০২১) পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর ২০২১ এর নির্বাচন পদ্ধতির সাতটি ধাপের প্রথম ধাপ (প্রিলিমিনারি স্ক্রিনিং) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ ধাপে যোগ্য এবং অযোগ্যদের এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যোগ্য প্রার্থীদের User ID এবং Password ব্যবহার করে <strong><a href=”http://police.teletalk.com.bd/trc/admitcard/index.php” target=”_blank” rel=”noopener”>http://police.teletalk.com.bd/home.php</a></strong> এ লগইন করে দুই কপি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে বিজ্ঞাপনে উল্লিখিত সময়ে সংশ্লিষ্ট পুলিশ লাইনস মাঠে হাজির হতে বলা হয়েছে। সেখানে পরবর্তী ধাপ [শারীরিক মাপ ও physical endurance test (PET)] অনুষ্ঠিত হবে।