রাজধানীর বাড্ডা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো– মোঃ সাগর হোসেন, মোঃ রাকিব, মোঃ সাব্বির আহমেদ, মোঃ ইউসুফ ও মোঃ রাসেল মিয়া। অপর গ্রেফতারকৃত অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হলো না। এ সময় তাদের হেফাজত থেকে ২টি চাপাতি, ২টি ছুরি, ১টি দা, ১টি প্লাস ও ৩টি রড উদ্ধার করা হয়। শনিবার (১৬ অক্টোবর, ২০২১) রাত ১০:৪০ টায় বাড্ডা থানার পূর্ব বাড্ডাস্থ আই.সি.এল মাঠ এর সামনে ডাকাতির চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ নুর আলম মাসুম সিদ্দিকী জানান, বাড্ডা থানার পূর্ব বাড্ডাস্থ আই.সি.এল মাঠ এর সামনে কতিপয় দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসহ ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জমায়েত হয়েছে মর্মে সংবাদ পান। এ সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা উক্ত স্থানে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়েছিল মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।