কুমিল্লা সদর দক্ষিন মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।। পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ ।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৪ অক্টোবর রাত সাড়ে আটটার সময় সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় চৌধুরীর দিক নির্দেশনায় এসআই খাদেমুল বাহারের নেতৃত্বে এএসআই আলমগীর হোসেন, এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ লইপুরা এলাকায় অভিযান চালিয়ে ১২৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ি রনিকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি হাইয়েস গাড়ী জব্দ করা হয়। ধৃত মাদক ব্যবসায়ি রনি জামমুড়া এলাকার মিলন মিয়ার ছেলে।
এছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত পলাতক চার আসামিরা হলো সদর দক্ষিণ থানা এলাকার ধনপুরের মৃত মোহাম্মদ আলীর ছেলে মিজান, দক্ষিন সিন্দুয়ার মৃত বসত মিয়ার ছেলে মমিন, দুলালের ছেলে সোহাগ ও দক্ষিন বাগমারা গ্রামের শাহ আলমের ছেলে দেলোয়ার। ধৃত মাদক ব্যবসায়ি ও পলাতক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।