গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪ জন। এ নিয়ে সরকারি হিসাবে দেশে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৫৫৫ জন। গতকাল ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৫৮৯জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৫ জন আর নারী ৯ জন। তাদের মধ্যে ৯১-১০০ বছরের মধ্যে একজন, ৭১-৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১-৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৩১-৪০ বছরের মধ্যে একজন এবং ২১-৩০ বছরের মধ্যে দুইজন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের ১৪ জন ঢাকার, চারজন চট্টগ্রামের ও দুইজন রংপুরের বাসিন্দা ছিলেন। এছাড়া খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২১ জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩ জন।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পুরুষ ১৭ হাজার ৬৮৩ জন এবং নারীর সংখ্যা ৯ হাজার ৮৭২ জন।