প্রফেসর ড.আবু জাফর খান বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের সভাপতি নির্বাচিত।৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের এক ভার্চুয়াল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রথমপর্বে সভাপতিত্ব করেন ইউনিটের সহ সভাপতি প্রফেসর কাজী মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।
সমিতির কলেজ ইউনিটের সভাপতির পদটি সাবেক সভাপতি প্রফেসর বিজয় কৃষ্ণ রায় স্যারের পিআরএল জনিত শূন্য হওয়ায় সভায় সর্বসম্মতিক্রমে প্রফেসর ড.আবু জাফর খান স্যারকে (অধ্যক্ষ,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ) ইউনিটের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. আবু জাফর খান স্যারের সভাপতিত্বে সভার দ্বিতীয় পর্বে ইউনিটের বদলিজনিত কয়েকটি শূন্যপদে নতুনসদস্য নির্বাচন করা হয়। “এ নির্বাচনে আজকের সভায় অনুপস্থিত কোনো সদস্যকে নির্বাচনের জন্য সুপারিশ করা যাবে না”এ শর্তের ভিত্তিতে মাননীয় সভাপতি ৩ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করে দেন। ১৫ মিনিট বিরতি শেষে সার্চকমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নোক্ত সদস্যগণকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়ঃ
যুগ্ম সম্পাদকঃ মো.মুনির আহাম্মদ, সহযোগী অধ্যাপক,গণিত বিভাগ।
নির্বাহী সদস্যঃ সৈয়দ আহমেদ সহযোগী অধ্যাপক পদার্থ । মোহাম্মদ মঈন উদ্দিন সহযোগী অধ্যাপক,সমাজ কর্ম। জুবাইদা নূর খান,সহকারী অধ্যাপক,ইংরেজি । মোহাম্মদ শাহজাহান, সহকারী অধ্যাপক,বাংলা ।
মোহাম্মদ ইউনুছ মিঞা,সহকারী অধ্যাপক,রসায়ন ।
গোলাম জিলানী , সহকারী অধ্যাপক,ব্যবস্থাপনা।
কাজী আপন তিবরানী,প্রভাষক ইংরেজি ।
মো.মনছুর হেল্লাল, প্রভাষক,বাংলা।
নূর মোহাম্মদ নূর উল্লাহ্,প্রভাষক রাষ্ট্র বিজ্ঞান।
সভায় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবদুল কাইয়ুম নিজামী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আসফাক হোসেন এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মো.মুজিবুর রহমানসহ উপস্থিত অনেকেই নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। আর কোনো আলোচনা না থাকায় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়