রাজধানীর চকবাজার এলাকা থেকে ৭২ ক্যান বিয়ারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ সুমন ও মোঃ ইমন হোসেন।
২৬ সেপ্টেম্বর ২০২১ রাত ০২:১০ টায় চকবাজারের কামালবাগ ট্যাংকিঘাট এলাকা থেকে তাদেরকে বিয়ারসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ হোসেন জানান, চকবাজারের কামালবাগ ট্যাংকিঘাট এলাকায় কয়েকজন লোকজন বিয়ার বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে থানার টহল পুলিশসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত একজনের নাম সুমন ও আরেক জন ইমন বলে জানা যায়। সুমনের নিকট থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দুইটি কেইস প্রতিটিতে ২৪টি করে ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আর ইমনের নিকট থেকে প্লাস্টিকের ব্যাগে থাকা একটি কেইসে ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
চকবাজার মডেল থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।