রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ২২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আরজু। ২৫ সেপ্টেম্বর, ২০২১ (শনিবার) ০০:৫৫ টায় পল্লবীর ১২ সেকশনের ডি ব্লকের সিরামিক গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম(বার) জানান, থানার একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান যে ১২ সেকশনের ডি ব্লকের সিরামিক গেটের সামনে একজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মোঃ সজিব খানের নেতৃত্বে পুলিশের টহল দলটি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন পুরুষ পালানোর চেষ্টা করে। তখন তাকে গ্রেফতার করা হয়। আর তার ডান হাতে থাকা শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২ হাজার দুইশ পিস ইয়াবা।
পল্লবী থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আরজুর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক ও মারামারির আরো দুটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।