কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে বৃহ:পতিবার ভোরে সদরের রঘুপুর এলাকা থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ি পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর বৃহ:পতিবার ভোর সাড়ে চারটার সময় কোতয়ালী মডেল থানার এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রঘুপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল থেকে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশ বস্তা থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ বিষয়ে এসআই মফিজুল ইসলাম জানান , উদ্ধারকৃত ফেনসিডিলের মালিককে সনাক্ত করে থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়। মামলার পলাতক আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।