রোগীর সিটে লুকিয়ে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় অ্যাম্বুলেন্সটি।গ্রেফতাররা হলেন- মো. হাবিবুর রহমান লিটন (৪৩) ও মো. জাহাঙ্গীর আলম (৩৩)। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে র্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব নাগরিক খবরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় মঙ্গলবার একটি অভিযান চালানো হয়। এসময় অ্যাম্বুলেন্সে রোগীর সিটের ফোম কাভারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে সাড়ে ৩১ কেজি গাঁজা পাচারের চেষ্টা করা হয়। পরে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ এক হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।