বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা রেঞ্জের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর , ২০২১) জুম মিটিং এর মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। জুম মিটিং এর মাধ্যমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার( ক্রাইম এণ্ড অপস) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম(বার) ।
জনাব কৃষ্ণ পদ রায় তার দিক নির্দেশনামূলক বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নারী সদস্যদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ করণীয়সমূহ নিয়ে আলোকপাত করেন।
উক্ত জুম মিটিং এ আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম (বার)। তিনি বাংলাদেশ পুলিশে নারী পুলিশের সর্বোচ্চ অবদান নিশ্চিত করা, নারী প্রতিনিধিত্ব বাড়ানো, নারী পুলিশের উন্নয়ন ও অগ্রগতি, নারী পুলিশের জন্য উপযুক্ত কর্মপরিবেশ, জেন্ডার সংবেদনশীল পুলিশ পরিসেবা প্রদান এবং সমাজে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা রেঞ্জ এর সকলকে একযোগে কাজ করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ পুলিশ এর সকল পর্যায়ে কর্মরত নারী পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, কর্ম পরিবেশ উন্নয়ন, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ ও কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় বিপিডব্লিউএন সভাপতি এসবির ডিআইজি আমেনা বেগম বিপিএম, সহ সভাপতি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার(ট্রান্সপোর্ট) শামীমা বেগম, পিপিএম, এসবির অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, পিপিএম, সাধারণ সম্পাদক এসবির এসএস ফরিদা ইয়াসমিন বিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা রেঞ্জ এর কর্মরত নারী পুলিশ সদস্যগণ এবং মাঠ পর্যায়ের ফোকাল পয়েন্টদের সাথে উক্ত জুম মিটিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
বিপিডব্লিউএন ১৫ হাজার নারী পুলিশ সদস্যের বিশাল পেশাজীবী সংগঠন। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ নেটওয়ার্ক গত ১৩ বছরে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসনীয় অবদান রেখেছে। নারী পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।