পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের বড় ইলিশ। বরগুনার তালতলীতে আড়তে নিয়ে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয় মাছটি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আনোয়ার হোসেন নামের এক মৎস্য ব্যবসায়ী মাছটি কেনেন। সকালে পায়রা নদীতে আকাব্বর মাঝি নামের এক জেলের জালে এ ইলিশ ধরা পড়ে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, শুক্রবার ছোটবগী এলাকার তালুকদার কান্দা এলাকার জেলে আকাব্বর মাঝি নদীতে জাল ফেলেন। রাতে তেমন একটা মাছ না পাওয়ায় তিনি শনিবার ভোরে পুনরায় নদীতে জাল ফেলেন। সকাল পৌনে ৯টার দিকে জাল তুলে দেখেন অন্য ইলিশের সঙ্গে বড় মাছটি ধরা পড়েছে।
এ মৌসুমে বরগুনায় বড় আকৃতির ইলিশ এই প্রথম ধরা পড়েছে বলে জানান জেলেরা।