1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নারীদের আপত্তিকর দৃশ্য গোপনে ভিডিও করে টাকা দাবী: আটক ২

আশরাফ উ‌দ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩১ বার পঠিত

কুমিল্লার তিতাসে নারীদের আপত্তিকর দৃশ্য গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে গ্রামবাসী।ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক এগারোটায় উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া গ্রামে।আটককৃতরা হলেন, একই গ্রামের আক্তার হোসেনের ছেলে নাহিদ (২০) ও হবি মিয়ার ছেলে কাইয়ুম (১৯)।

তারা গ্রামের বিভিন্ন নারীদের আপত্তিকর দৃশ্য ভিডিও ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করতো বলেও অভিযোগ রয়েছে।এ ঘটনায় বারকাউনিয়া গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী শাহানাজ আক্তার মায়া বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

মামলার বাদি শাহানাজ আক্তার মায়া বলেন, আমি আমার পুত্রবধু ও দুই বছরের নাতিকে নিয়ে বাড়িতে থাকি। এরই মধ্যে আমার বিবাহিত মেয়ে আমার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দিনের কোনো এক সময় আমার পুত্রবধু ও আমার মেয়ে তাদের সন্তানদের বোকের দুধ খাওয়ানোর সময় নাহিদ ও কাইয়ুম গোপনে ভিডিও ধারণ করে এবং উক্ত ভিডিও ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আমার নিকট টাকা দাবি করে এবং রাতের মধ্যেই সে টাকা দিতে হবে। পরে আমরা বারকাউনিয়া বাজারে আছি এবং বিষয়টি আমি আমার স্বজনদের জানালে তারা বারকাউনিয়া বাজার থেকে নাহিদ ও কাইয়ুমকে আটক করে জরুরি পুলিশ সেবা ৯৯৯ ফোন করলে তিতাস থানা থেকে পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।

এ দিকে মামলার স্বাক্ষী মনির জানায়, তিন মাস পূর্বে আমি মালোশিয়া থাকতে আমার স্ত্রী সাথে ইমুতে ভিডিও কলে কথা বলি এমন সময় ঘরের বেড়ার ফাক দিয়ে ভিডিও ধারণ করে। আমি বাড়িতে আসি আজ তিন মাস হয়। গত তিন দিন পূর্বে একটি ফেইক ফেইসবুক আইডি থেকে আমার ম্যাসেঞ্জারে ভিডিওটি পাঠিয়ে আমার নিকট টাকা দাবি করে।তখন মোবাইলের সূত্র ধরে নাহিদ ও কাইয়ুমকে শনাক্ত করি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ৯৯৯ মাধ্যমে ঘটনাটি জানতে পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং জনতা কর্তৃক আটককৃত নাহিদ ও কাইয়ুমকে থানায় নিয়ে আসি।এ ঘটনায় শাহানাজ আক্তার মায়া বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করেছে। আগামীকাল শুক্রবার সকালে আটককৃতদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com