কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর অভিযানে সদর দক্ষিণ থেকে ১২ কেজি গাঁজা ও ৬১ পিস ক্যান
বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহ:পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ভাটেরা পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা ও ৬১ পিস ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো জেলার সদর দক্ষিণ থানার ভাটেরা পশ্চিমপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ খোরশেদ আলম (৪২) একই গ্রামের মৃত সুবু মিয়ার ছেলে মোঃ আব্দুল মালেক (৪৩)।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।