কুমিল্লা চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ মো.শিপন ও জুমান নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃতরা হলেন, কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার কবির হোসেনের ছেলে মো.শিপন ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দরবেশ আলীর ছেলে জুমান মিয়া।
পুলিশ সুত্র জানায়, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের গোবিন্দপুর এলাকায় চান্দিনা থানা পুলিশের এসআই মো.জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালায়। এসময় ৫০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গে্রফতার করেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।।