স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের সব পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়ায় মেয়র ও সিইও’র যৌথ প্রচেষ্টায় পৌরসভার কার্যক্রম নতুন মাত্রা পাবে।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পৌরসভাগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়োগ সরকারের একটি সঠিক সিদ্ধান্ত। এর মাধ্যমে পৌরসভাগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে। রাজস্ব আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। পৌরসভাকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে নতুন উদ্ভাবনী চিন্তা চেতনার বিকাশ ঘটবে।
তিনি বলেন, পৌরসভাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দখলদারিত্ব রোধ, নাগরিকসেবা, অন্যায়-অবিচার দূরীকরণ, সরকারি জায়গা উদ্ধারসহ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সহজ হবে। পৌরসভার মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার যৌথ উদ্যোগে পৌরসভায় নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে।
মন্ত্রী বলেন, সুশাসনের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা অপরিহার্য। রাষ্ট্র সংবিধান অনুযায়ী চলে। ক্ষমতায়ন করলেই হবে না, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে স্বেচ্ছাচারিতা তৈরি হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে পারলেই মানুষ ভালো থাকবে। একজনের ভালোর জন্য অন্যের ক্ষতি করা যাবে না। জনগণকে তার কাঙ্ক্ষিত সেবা কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে।
তিনি বলেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সবাই এদেশের সন্তান। সবার লক্ষ্য উদ্দেশ্য একটাই। আর তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষক-শ্রমিকের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।