ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় চলছে বলে জানা যায়। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি আনম ইমরান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়মনসিংহের খাগডহর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে রাতে র্যাব-১৪ এর উইং কমান্ডার রোকোনুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি বর্ষন শুরু করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি এখনও চলছে বলে জানান র্যাব। অভিযান শেষে বিস্তারিত জানাবেন বলে এএসপি ইমরান জানান।
আপডেট:
শনিবার ভোর ৫টার দিকে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে বন্দুকযুদ্ধের ঘটনায় চার জঙ্গিকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সদৃশ বস্তু, চারটি ব্যাগ ও দরজা-জানালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।