কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক পাচারকালে একটি পাজেরো জিপ থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্র জানায়, গতকাল বৃহপতিবার গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমার দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে এসআই আরিফ হোসেন,এএসআই জহির সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলাকান্দি সংযোগ সড়কের মাথা থেকে একটি পাজেরো জিপ আটক করে। এ সময় গাড়ীর পেছনের সিটে থাকা ৯৮ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার পুর্বক ৪ জনকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামিরা হলো চিহিৃত মাদক ব্যবসায়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে শামসুল হক (৪৫) , ঢাকা মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার মৃত ইরানের ছেলে মাহবুব (২৪), নোয়াখালীর বেগমগঞ্জ থানার খেজুরতলা এলাকার মৃত শহিদ উল্লাহর ছেলে রাকিবুল ইসলাম ও গাড়ী চালক বরিশালের বাবুগঞ্জ থানার চরকমিশনা এলাকার আলম হাওলাদারের ছেলে রবিন (৩৬)।
জব্দকৃত গাড়ী ও মাদকের আনুমানিক মুল্য ১২ লাখ ৬ হাজার টাকা।তথ্যটি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জণ চাকমা বলেন ‘মাদক নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশ জিরোটলারেন্স করার প্রত্যয় নিয়ে কাজ করছে।