কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিবহন চাঁদাবাজ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদসহ নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব সুত্র জানায়, কুমিল্লা র্যাব-১১ সিপিসি ২এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও চৌয়ারা সিএনজি স্ট্যান্ড থেকে ৬ জন, চান্দিনা ও দেবীদ্বার থেকে ৩ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন পরিবহন ও সংগঠনের নামে ভুয়া রশিদ ব্যবহার করে যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছে।
এ বিষয়ে র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতার আসামিরা বিভিন্ন যানবাহনের চালকদের ভয় ভীতি প্রর্দশন করে জোর পুর্বক টাকা আদায় করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।