দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু ১০০ থেকে নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৬ জুন একদিনে এর চেয়ে কম ৭৭ জনের মৃত্যু হয়েছিল। এরপর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে আড়াইশ ছাড়িয়েছিল। গত ৫ ও ১০ আগস্ট দুইদিনই ২৬৪ জনের মৃত্যুর রেকর্ড দেখে দেশ। আগস্টের মাঝামাঝি সময়ে মৃত্যু কমতে শুরু করলেও একশ’র নিচে নামলো শনিবারই প্রথম।
একদিনে মারা যাওয়া ৮০ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৫ হাজার ৯২৬ জন । শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।