কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ ভাবে আসা ২০০ পিস ভারতীয় স্মার্টফোন আটক করেছে থানা পুলিশ। আটককৃত স্মার্ট ফোনের বাজার মুল্য ৪০ লক্ষ টাকা। এসময় তিন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামি জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শাহজাহান মজুমদারের ছেলে ইবনে জাহান বিন সম্পদ (২৫), একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩২) ও সদর দক্ষিণ উপজেলার বালুরচর এলাকার আবদুল লতিফের ছেলে কামাল (৩৬)।
থানা পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দুল এলাকায় অভিযান চালিয়ে একটি হাইয়েস (ঢাকা মেট্রো-চ-১৫-৩৬০৫) আটক করা হয়। এ সময় গাড়িতে তল্লাশী চালিয়ে অবৈধভাবে চোরাইভাবে আনা ভারতীয় রেডমি কোম্পানির ২০০ পিস স্মার্টফোন ও ১৮০পিস হ্যাডফোন জব্দ করা হয়। এছাড়া তিন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ‘একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন চোরাই পথে এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি আসছিল গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।