কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর পৃথক দুটি অভিযানে গাঁজা ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রবিবার ১৪ আগস্ট রাতে কুমিল্লা মহানগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের সাথে স্কচটেপ দ্বারা প্যাঁচিয়ে বাসে গমনের প্রাক্কালে ২.৭ কেজি (দুই কেজি সাতশত গ্রাম) গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আনোয়ারপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সুরুজ ভান্ডারী @ মন পাগলা (৬২)।
পৃথক আরও একটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম রবিবার ১৪ আগস্ট রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সোয়াগাজী বাজার থেকে ১০ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো জেলার সদর দক্ষিণ থানার কৃষ্ণনগর গ্রামের মৃত মোরশেদ আলমের ছেলে মোঃ জহির আলম (১৮), চৌদ্দগ্রাম থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত আমির হোসেন এর ছেলে মোঃ রাব্বি (১৮), একই গ্রামের মোঃ সোয়া মিয়ার ছেলে মোঃ ফারুক (১৮)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানা ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব সদস্যরা।