রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৫০,০০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো সুভাষ কুমার সরকার ওরফে আব্দুর রহমান সোহাগ ও মোঃ কবির হোসেন।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ৫ আগস্ট, ২০২১ (বৃহস্পতিবার) দুপুরে আমাদের নিকট তথ্য আসে যে কতিপয় ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য ফকিরাপুল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বেলা অনুমান ০৩:১০ টায় মতিঝিল টিএন্ডটি কলোনীর ১নং মসজিদ গেটের পাশে ফকিরাপুল যাত্রী ছাউনীর সামনে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালাতে থাকে। তখন গ্রেফতার করা হয় সোহাগ ও কবিরকে।
এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত সোহাগের কাঁধে থাকা কালো ব্যাকপ্যাকের মধ্য থেকে উদ্ধার করা হয় ১৫০টি জিপারযুক্ত ইয়াবার পলিপ্যাক। যার প্রতি প্যাকে ২০০ পিস অর্থাৎ ৩০ হাজার পিস ইয়াবা। আর কবির হোসেনের হাতা থাকা শপিং ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা হয় ১০০টি জিপারযুক্ত ইয়াবার পলিপ্যাক। যার প্রতি প্যাকে ২০০ পিস করে অর্থাৎ ২০ হাজার পিস ইয়াবা।
গ্রেফতারকৃতরা কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা ক্রয় করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে। মতিঝিল থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।