1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত-বাংলাদেশের গ্রামবাসীর সংঘর্ষ ১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ৬ দিন পর ম‌দের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটির সভাপতি বাবর সাধারণ সম্পাদক জুয়েল ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন।

ঢাকায় রাতের ফ্লাইওভারে বেপরোয়া ‘রক কিং গ্যাং’

মাসুম মোল্লা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২২৭ বার পঠিত

রাত হলে উচ্চ শব্দে হর্ন বাজিয়ে মোটরসাইকেলে বের হয় উঠতি বয়সের বখাটেদের দলটি। দাপিয়ে বেড়ায় মেয়র হানিফ মোহাম্মদ ফ্লাইওভারে, মানুষকে উত্ত্যক্ত করার পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ছিনতাই করে। নিজেদের নাম দিয়েছে ‘রক কিং গ্যাং’।

রাজধানীর শনির আখড়ার গোবিন্দপুরের কিছু তরুণ মিলে এই গ্যাং বা অপরাধী চক্র গড়ে তুলেছেন। চুলে অদ্ভুত রং করে এবং ভিডিও শেয়ারিং অ্যাপ লাইকিতে ভিডিও তৈরি ও আপলোড করে অন্য তরুণদের আকৃষ্ট করেন। দলনেতা মো. রকি (২২) অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগও রয়েছে।

গত ১৬ মে সন্ধ্যার পর মেয়র হানিফ ফ্লাইওভারে একটি কারের গতি রোধ করে চালককে গালাগালি এবং মারধরের চেষ্টা করে এই গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তদন্তে নামে র‌্যাব। গত সোমবার রাতে শনির আখড়া থেকে এই গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। তবে দলনেতা রকি এখনো পলাতক।

র‌্যাব-৩-এর উপপরিচালক মেজর রাহাত হারুন খান  বলেন, গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে ইয়াবা বড়িসহ ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁরা শনির আখড়া, মান্ডা, পাগলাসহ ফ্লাইওভারের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ছিনতাই করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এই দলের এক সদস্য অন্তর হোসেন মোল্লার বাবা সম্প্রতি ক্ষমতাসীন দলের রাজনীতিতে যুক্ত হন। এরপর দলটির উৎপাত বেড়ে যায়। বিশেষ করে রাত গভীর হলে তাঁরা বেপরোয়া হয়ে ওঠেন। এলাকায় উচ্চ আওয়াজে এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। কেউ কিছু বলার সাহস পায় না। ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর (ঢাকা দক্ষিণের ৬২ নম্বর ওয়ার্ড) মোহাম্মদ মোস্তাক আহমেদও এই গ্যাংয়ের বিষয়ে বেশি কিছু বলতে চাননি। তিনি জানান, এই গ্যাংয়ের সদস্যরা এলাকায় বেপরোয়া ও উচ্ছৃঙ্খল।

৩৩ বছর ধরে গোবিন্দপুর এলাকায় আছেন ক্ষুদ্র ব্যবসায়ী সাইফুল ইসলাম। তিনি বলেন, এই বখাটেদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের সন্তান। পরিবারকে জানালেও তারা সন্তানদের ওই পথ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়নি।

র‌্যাবের একজন কর্মকর্তা জানান, এই দলের সদস্যরা পাবজি গেমে (অনলাইনভিত্তিক অ্যাকশন গেম) আসক্ত। তাঁরা অনলাইনে জুয়া খেলেন। ছিনতাই ও মাদক বিক্রিতেও যুক্ত। তাঁদের বিরুদ্ধে গত মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকসংশ্লিষ্টতার অভিযোগে দুটি মামলা হয়েছে। সাতজনকে আসামি করা হয়েছে। তাঁদের দ্বারা কত মানুষ ভুক্তভোগী হয়েছেন, এ বিষয়ে অনুসন্ধান চলছে।

র‌্যাবের হাতে গ্রেপ্তার এই গ্যাংয়ের সদস্যদের মধ্যে দুজন ইমন আহম্মেদ ওরফে শুভ (২০) ও মো. সুমন মিয়া (১৯) আপন ভাই। তাঁরা বঙ্গবাজারে কাপড়ের দোকানে কাজ করতেন। গোবিন্দপুরে একটি খুপরিঘরে তাঁদের বাস। তাঁদের বাবা সালাউদ্দিন শনির আখড়ায় মাছ বিক্রি করেন। তিনি  বলেন, করোনার কারণে কাজ না থাকায় দুই ছেলে বেশির ভাগ সময় এলাকাতেই থাকেন। তাঁদের মোটরসাইকেল নেই, অন্যদের মোটরসাইকেলে চড়েন। বিভিন্ন সময় তিনি ছেলেদের নিষেধও করেছেন। কিন্তু তাঁরা শোনেননি। তবে তাঁরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন সালাউদ্দিন।

ইমন ও সুমনের মা শিউলি বেগম অবশ্য বলেন, এই গ্যাংয়ের নেতা রকি মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপরাধে যুক্ত। কিন্তু তাঁর দুই ছেলে কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন।

ইমন ও সুমনদের বাসার কাছেই দলনেতা রকির বাসা। রকির বাবা মাজু মিয়া কাপড়ের ব্যবসা করেন। বুধবার ওই বাসায় গেলে রকির স্ত্রী রাজমনিকে ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, দুই বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। রকি বেকার। রাজমনির দাবি, রকি অপরাধের সঙ্গে যুক্ত নন। দুই দিন ধরে তাঁর খোঁজ নেই।

রকির বাসা থেকে কয়েক শ গজ দূরে অন্তর হোসেন মোল্লার বাবা মোবারক মোল্লার একতলা বাড়ি। এইচএসসি পাসের পর অন্তর আর পড়েননি। ছয় মাস আগে তিনি বিয়ে করেছেন। তাঁর বাসায় গিয়ে পাওয়া যায় বড় বোন খায়রুন নাহারকে। তিনি দাবি করেন, অন্তর একটু উগ্র হলেও কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন। তাঁর বাবা মোবারক মোল্লা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো পদে নেই বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com