নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ কামাল হোসেন (৪২) ও মোঃ রাকিব হোসেন (২০)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিকেলে সাড়ে ৫টায় র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।