বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি কুমিল্লা দক্ষিণ জেলার ৩টি ইউনিটে দুই উপজেলায় নতুন কমিটি গঠন করেছে। কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম এবং কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সঙ্গে যৌথ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন এসব কমিটির অনুমোদন দেন। সংগঠনের সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
কুমিল্লা দক্ষিণ জেলার অনুমোদিত তিনটি ইউনিটের কমিটির মধ্যে আদর্শ সদর উপজেলার আহ্বায়ক- মো. আক্তারুজ্জামান, সদস্য সচিব- ইমাম হোসেন ফারুক। যুগ্ম-আহ্বায়ক-১. মো. জুম্মন হোসেন সুমন, ২. মো. গোলাম মাসুক, ৩. মো. মনির হোসেন ৪. মো. তোফাজ্জল হোসেন, ৫. মো. কামাল হোসেন মেম্বার, ৬. মো. সামছুল আলম রিয়াদ, ৭. মো. বিল্লাল হোসেন, ৮. মো. গোলাম হোসেন, ৯. গাজী সুমনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
নাঙ্গলকোট উপজেলা কমিটির আহ্বায়ক- খোরশেদ আলম, সদস্য সচিব- মো. আজিম উদ্দিন মাকসুদ। যুগ্ম-আহ্বায়ক-১. মো. হানিফ রানা, ২. ডা. বিল্লাল, ৩. আ.স.ম সাইফ উদ্দিন সিহাব, ৪. ইউসুফ আলী (কমিশনার), ৫. জাহাঙ্গীর আলম সওদাগর, ৬. মো. ইসরাফিল, ৭. এস.কে আলম খোকন, ৮. শহিদুল ইসলাম, ৯. মো. মফিজুর রহমানসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
এছাড়াও নাঙ্গলকোট পৌরসভার আহ্বায়ক- কামরুজ্জামান কমু, সদস্য সচিব- মো. মহসিন হোসেন। যুগ্ম-আহবায়ক-১. মো. আব্দুল আলী, ২. মো. হারুনুর রশিদ, ৩. মো. ওমর ফারুক সোহেল, ৪. কাজী মো. সিরাজুল ইসলাম, ৫. মো. হুমায়ুন কবির, ৬. মো. মনির হোসেন, ৭. মো. আবুল কালাম, ৮. মো. মাসুদ, ৯. ওমর ফারুকসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্ত ইউনিটগুলোতে কর্মীসভা করে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।