শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর সংলগ্ন পদ্মা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ১৭ জন যাত্রী নিয়ে ট্রলারটি শিমুলিয়া যাচ্ছিল। উত্তাল পদ্মায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি জাজিরা উপজেলার পালেরচর এলাকার মাঝ পদ্মায় ডুবে যায়। এ সময় ট্রলারটির ১২ জন যাত্রী উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৪ জন। বিকাল সাড়ে পাঁচটার দিকে নদী থেকে নিহত ১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত ব্যক্তি হলেন আবদুর রহমান আকন (৬৫)। তিনি জাজিরা পৌরসভার মৃত হাবিবুর রহমানের ছেলে।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া জানান, ‘ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২ শিশু এবং ২ জন পুরুষ রয়েছেন। বাকিদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, ‘নৌকা ডুবির পরই উদ্ধার অভিযান চালানো হয়। ট্রলারটি মাঝিরঘাট বা জাজিরা জিরো পয়েন্ট থেকে ছেড়ে যায়নি। গোপনে পদ্মা নদীর অন্য কোনো স্থান থেকে ছেড়ে শিমুলিয়ার উদ্দেশে যাচ্ছিল। মাঝনদীতে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।’