হারিয়ে যাওয়া শিশু হানিফ (৬) এর পিতা-মাতার সন্ধান প্রয়োজন। সে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট এন্ড ইনভেষ্টিগেশন ডিভিশনের হেফাজতে রয়েছে।
গত ২২ মে, ২০২১ (শনিবার) ওয়ারী থানার কে এম দাস লেন নামক এলাকা থেকে শিশুটিকে পাওয়া যায়। জনৈক পাপ্পু শিশু হানিফকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে ওয়ারী থানা নিয়ে আসেন। তার পরনে ছিল কালো রঙয়ের গেঞ্জী।
উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে উইমেন সাপোর্ট এন্ড ইনভেষ্টিগেশন ডিভিশনের (ডিউটি অফিসার মোবাইল নং-০১৭৪৫৭৭৪৪৮৭) অথবা টিএনটি নাম্বার-+০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।