কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার গাজীপুর এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ি হারিছ মিয়া পালিয়ে যায়।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কোতয়ালি থানার এসআই শাহিদুল ইসলাম সঙ্গীয় এএসআই উৎপল দাস, কনস্টেবল মোঃ নোমান হোসেন সহ কোতয়ালী থানাধীন ০৬ নং জগন্নাথপুর ইউপির গাজীপুর, বিবিরবাজার সাকিনস্থ পলাতক আসামী হারিছ মিয়া, পিতা-মৃত মফিজ মিয়ার বাড়ির আঙ্গিনার বিভিন্ন স্থানে মাটির নীচ হইতে কাঁচের বোতল-২৬টি বিয়ার, নাইন থাউজেন্ড বিয়ার-২৯ টি। মদ হুইস্কী,৭ বোতল, বিয়ার ক্যান ৮৪ বোতল, Whiskey180ml-০৭ বোতল , বিভিন্ন ব্যান্ডের মদ ২৭ পিস উদ্ধার করা হয়।