স্বাস্থ্যবিধি না মানায় ডিএমপিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিসানা আদায় করা হয়। মঙ্গলবার (১১ মে, ২০২১) দুপুরে স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ এর নেতৃত্বে সদরঘাট, লেডিস পার্ক মার্কেট, ইস্টবেঙ্গল সুপার মার্কেট ও আশপাশ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধে মোট ১৫ জন ক্রেতা-বিক্রেতাকে বিভিন্ন অংকে মোট ৪১০০ টাকা জরিমানা করা হয়।