1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার ঘাতক গ্রেফতার ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন কু‌মিল্লা সদর দ‌ক্ষিণে স্কুল ফেরার প‌থে শিশু‌কে ধর্ষণের পর হত্যা ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন

কু‌মিল্লায় র‌্যাব ও ডি‌বির অ‌ভিযা‌নে ই‌পি‌জেড কর্মকর্তা সুমন হত‌্যা মামলার ২ আসা‌মি‌ গ্রেফতার

এমইএস/আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৯৫১ বার পঠিত
কু‌মিল্লা ই‌পি‌জে‌ড এলাকায় প্রকা‌শ্যে খুন হওয়া হাবীবুল বাশার সুম‌ন হত‌্যা মামলার আ‌রোও দুই আসা‌মি‌কে গ্রেফতার ক‌রে র‌্যাব ও ডি‌বি পু‌লিশের সদস‌্যরা। র‌বিবার রা‌তে আল আ‌মিন না‌মের একজন‌কে ধর্মপুর এলাকা‌ থে‌কে র‌্যাব ১১ সি‌পি‌সি ২ গ্রেফতার ক‌রে অপর‌দি‌কে ভোরে  ভারতীয় সীমান্তবর্তী গোলাবা‌ড়ি এলাকা থে‌কে ফা‌হিম হো‌সেন প্রকাশ কালা ফা‌হিম‌কে গ্রেফতার ক‌রে ডি‌বি পু‌লিশ ।
গ্রেফতারকৃত আসা‌মি আল আ‌মিন নগরীর গোবিন্দপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে। কালা ফা‌হিম দেবীদ্বার উপজেলায় মৃত হাবিবুর রহমানের ছেলে।
সুমন হত‌্যা মামলার তদন্ত কর্মকর্তা ডি‌বির এসআই শাহিন কাদির জানান, সুমন হত‌্যাকা‌ন্ডে  যে কয়জন অংশ নিয়েছে তাদের মধ্যে ফাহিম ও আল আমিন অন্যতম। দুজন‌কে আদাল‌তের মাধ‌্যমে কারাগা‌রে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৭ মে) সুমন হত্যা মামলার অন‌্যতম আসা‌মি মহিউদ্দিনকে র‌্যাব ১১ সি‌পি‌সি ২ গ্রেফতার ক‌রে। এ মামলায় এই পর্যন্ত তিনজন‌কে গ্রেফতার করা হয়।
এদিকে খায়রুল বাশার সুমন হত‌্যায় জ‌ড়িত সকল খুনী‌দের দ্রুত গ্রেফতার করার দাবিতে মানববন্ধন কর্মসু‌চি পালন ক‌রে নিহ‌তের প‌রিবার ও সহপাঠীরা। রোববার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে তারা এই হত্যাকাণ্ডে জড়িত অপরাপর আসামিদের দ্রুত গ্রেফতার ক‌রে আদাল‌তের মাধ‌্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বিকেলে কুমিল্লা ইপিজে‌ডের সামনে চাকুরীচ‌্যুত ম‌হিউ‌দ্দিন ও তার বা‌হিনীর সদস‌্যদের ছুরিকাঘাতে নিহত হন খায়রুল রাশার সুমন। কোম্পানি থেকে চাকরিচ্যুতির কার‌নে হত‌্যাকা‌ন্ডের ঘটনা‌টি হয় ব‌লে প্রাথমিকভাবে নিশ্চিত ক‌রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com