1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার ঘাতক গ্রেফতার ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন কু‌মিল্লা সদর দ‌ক্ষিণে স্কুল ফেরার প‌থে শিশু‌কে ধর্ষণের পর হত্যা ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন

রাজধানী‌তে ছিনতাইকা‌লে দুই ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৩৪ বার পঠিত

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকা হতে অস্ত্রসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-রাশেদুল ইসলাম রশিদ (৫০) ও তুষার (৪৫)।

৭ মে, ২০২১ (শুক্রবার) দুপুর সাড়ে ১২ টায় গেন্ডারিয়া থানার বেগমগঞ্জ লেইন নুর মসজিদের সামনে হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময়ে তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ছুরি ১ টি ও ছিনতাইকৃত ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়।

গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাজু মিঞা জানান, ভিকটিম ফিক্সট কুরিয়ার সার্ভিসে চাকরি করেন। শুক্রবার (৭ মে) ভিকটিম মালিটোলা শাখার এসএ পরিবহন হতে ৫৭ হাজার টাকা উত্তোলন করে রিক্সাযোগে যাত্রবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন। ভিকটিম গেন্ডারিয়া থানার বেগমগঞ্জ লেনের নূর মসজিদের সামনে পৌছলে গ্রেফতারকৃতরা মোটরসাইকেলযোগে রিক্সার গতিরোধ করে।

তিনি বলেন, গ্রেফতারকৃত রশিদ ভিকটিমকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নেয়ার সময় ভিকটিম বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে ভিকটিমকে গুরুতর জখম করে পালানোর চেষ্টা করে। কিন্তু ভিকটিম সাহসিকতার সাথে মোটরসাইকেলের পিছনে থাকা রশিদকে ধরে ফেলে এবং চিৎকার করে। ভিকটিমের চিৎকার শুনে আশেপাশে ডিউটিতে থাকা পুলিশের টহল টিম ও লোকজনের সহযোগিতায় মোটরসাইকেলসহ ছিনতাইকারীদের আটক করে। এ সংক্রান্তে গেন্ডারিয়া থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান। গ্রেফতারকৃতদেরকে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com