কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম নগরীর উত্তর রামপুর এলাকায় অভিযান চালিয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ দুদূর্ষ ডাকাত সেলিমকে গ্রেফতার করে।
পুলিশ সুত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় চৌধুরীর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ পরিদর্শক বেলাল হোসেন , এসআই খাদেমুল বাশার সঙ্গীয় ফোর্সসহ মহানগরীর উত্তর রামপুর এলাকায় আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, ৪ টি ছেনি, দুটি কাটার,তালা ভাংগার দুটি হেমারসহ ডাকাত সেলিমকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ডাকাত সেলিমের বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানা, নোয়াখালীর হাতিয়া ও কোম্পানিগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। ধৃত ডাকাত সেলিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কোর্ট হাজতে প্রেরন করে থানা পুলিশ। পরে আদালত ডাকাত সেলিমকে কারাগারে প্রেরণ করে।