ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা নাওতলা এলাকায় আইন মন্ত্রণালয়ের স্টীকার লাগানো দুটি প্রাইভেটকার ভর্তি ১০৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।
হাইওয়ে পুলিশ সুত্র জানায়, কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চান্দিনা নাওতলা ঢাকা চট্রগ্রাম মহাসড়কে টহলকালীন গোপন সংবাদের ভিত্তিতে আইন মন্ত্রণালয়ের স্টীকার লাগানো দুটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক গাড়ী না থামিয়ে পালিয়ে যাওয়ার চেস্টাকালে ধাওয়া করে এক চালকসহ প্রাইভেটকার দুটি আটক করি । অপর প্রাইভেটকারের চালকসহ ২ জন পালিয়ে যায়। একপর্যায়ে প্রাইভেটকার দুটিতে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো ১০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ড্রাইভার মামুন আকতার ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে , বর্তমানে ঢাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে।
কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী আইন মন্ত্রণালয় লেখা দুটি স্টিকারের দুটি প্রাইভেটকার যার নাম্বার (ঢাকা মেট্রো-গ-২৭-২২৬০ ও চট্ট-মেট্রো-ক-০২-১৪৪০) থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুটি প্রাইভেটকারসহ একজনকে গ্রেফতার করলেও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে হাইওয়ে পুলিশ।