নিজেকে ’প্রধানমন্ত্রীর নাতি’ এবং আরেকজনকে ‘প্রধানমন্ত্রী’ সাজিয়ে চাকরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সেই ভুয়া নাতি এখন শ্রীঘরে। মঙ্গলবার (৪ মে) সকালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতার জুয়েল রানা (৩৫) ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, জুয়েল নিজেকে পরিচয় দিতেন ’প্রধানমন্ত্রীর নাতি’। আরেকজনকে ‘প্রধানমন্ত্রী’ সাজিয়ে কথা বলাতেন মানুষের সঙ্গে। এইভাবে বিশ্বাস অর্জনের পর ছেলেকে চাকরি দেয়ার নামে গাইবান্ধা সদরের বল্লমঝাড়ের জুয়েল ২৩ লাখ টাকা হাতিয়ে নেন রেলের অবসরপ্রাপ্ত নিরাপত্তাকর্মী দুলাল মিয়ার কাছ থেকে। ছেলের চাকরি না হওয়ায়, এত টাকা খোয়ানোর কষ্টে মারাই যান দুলাল মিয়ার স্ত্রী। এমন প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়েছেন আরও অনেকে।
জুয়েল চাকরির ভেরিফিকেশনের জন্য পুলিশ সুপারের নামেও হাতিয়ে নিত অর্থ। অবশেষে মঙ্গলবার গ্রেফতার হয় জুয়েল। প্রতারণার দুটি মামলায় পুলিশ মঙ্গলবার ৭ দিনের রিমান্ড আবেদন করলে জুয়েলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।
এ জাতীয় আরো খবর..