বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা অভিযোগ করেছেন, তার নিরপরাধ নেতাকর্মীদের জামিন চাইলে এক সপ্তাহ পরপর শুনানির তারিখ দেয়া হয়। কিন্তু জামিন দেয়া হয় না। অপর দিকে প্রতিপক্ষের মামলার শুনানির এক ঘণ্টা পর দু’টি মামলায় জামিন দেয়া হয়। তাই তিনি প্রশ্ন রেখেছেন, এটা কেমন বিচার ব্যবস্থা?
স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো, ‘মাননীয় প্রধান বিচারপতি, আইনের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আপনার কাছে আমার একটি প্রশ্ন, গত ৯ মার্চ হামলার ঘটনায় মিজানুর রহমান বাদলকে তিনটি মামলায় গ্রেফতার করা হয়। এরপর ১৯ মার্চ তার একটি মামলায় জামিন হয় এবং দু’টি মামলার শুনানি ২৫ মার্চ নির্ধারণ করা হয়। কিন্তু এক ঘণ্টার পরে ২টি মামলায় জামিন দেয়া হয়। এটা কেমন বিচার ব্যবস্থা? অন্য দিকে আমার নিরপরাধ নেতাকর্মীদের জামিন চাইলে এক সপ্তাহ পরপর শুনানির তারিখ দেয়া হয়। কিন্তু জামিন দেয়া হয় না। এ দেশে এভাবে বিচার ব্যবস্থা চলে? আপনার কাছে আমার প্রশ্ন। আব্দুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’
অপর দিকে এক কিছুক্ষণ আগে আরেক স্ট্যাটাসে আবদুল কাদের মির্জা লিখেছেন, ‘একরামুল করিম চৌধুরী (সংসদ সদস্য) দুবাই অবস্থান করে আমি ও তার সন্তানকে আগামী ৬ তারিখের মধ্যে হত্যা করবে। এজন্য তিনটি একে-৪৭ ক্রয় করা হয়েছে। একই স্ট্যাটাসে তিনি আরো লিখেছেন, ‘আমি সত্যের পথে আছি, থাকবো। সাহস করে সত্য কথা বলে যাবো। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আমি অন্যায়ের কাছে মাথানত করবো না।’