কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের দিক নির্দেশনায় কুমিল্লাকে মাদকমুক্ত গড়তে অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় জেলা ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে ২২ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত এসআই শাহিন কাদিরের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ একটি টিম পৃথক দুটি অভিযান চালিয়ে জেলার চৌদ্দগ্রাম উপজেলার সামুকসার এলাকা থেকে একটি সিএনজিসহ মাদক ব্যবসায়ি আবদুল কাদেরকে ৬ কেজি গাঁজাসহ আটক করে।পৃথক অভিযানে একই থানাধীন সফুয়া এলাকা থেকে চার কেজি গাঁজাসহ মো: সজীব নামে এক যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এছাড়া কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে এএসআই ওলিউল্ল্যাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আমড়াতলী ইউপির বাশমঙ্গলপুর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি আবদুল কাদেরকে গ্রেফতার করেন। ধৃত আসামির বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান এসআই শেখ মফিজুর রহমান।
এ দিকে জেলার চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টহল দল ঘোলপাশা এলাকার সাবেকপাড়া থেকে ৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রুজু করে পুলিশ।