করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লা বরুড়ার সাবেক এম’পি মাহাবুবুর রহমান ভূইয়া। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । (ইন্না-লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। কুমিল্লার “বিবেক” টিমের এর সদস্যরা কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল থেকে তার লাশ গ্রহন করে হাসপাতালের এর সম্মুখে মরহুম মাহবুবুর রহমানের গোসল, কাফন, জানাজা সম্পুর্ন করেন।পরে মরহুম মাহবুবুর রহমানের দ্বিতীয়, তৃতীয় ও চর্তুথ জানাজা শেষে তার পারিবারিক কবরস্থান বরুড়ার গোহালিয়া গ্রামে বিবেক টিমের সদস্যরা দাফন সম্পুর্ন করেন।
একনজরে মাহবুবুর রহমান:
মাহবুবুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাহবুবুর রহমান ভূঁইয়া বরুড়া উপজেলার গোহালিয়া (চুনারিখলা) ভূঁইয়া বাড়িতে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মাহবুবুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন-উর-রশীদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও বরুড়ার সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। উল্লেখ্য মাহবুবুর রহমান গত ৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।