কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়ি মাছিপুর গ্রামের হাবিউল্লাহর পুকুরপাড়ের একটি পরিত্যক্ত স্থান থেকে একজন মৃত মানুষের কঙ্কাল উদ্ধার করে তিতাস থানা পুলিশ। এ সময় কঙ্কালের পাশে থাকা একটি মাস্ক, পাঞ্জাবি ,পাঞ্জাবির পকেটে থাকা সিগারেট ও একটি নরমাল মোবাইল ফোন উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে তিতাস থানা পুলিশ । এ সময় কঙ্কাল উদ্ধার কার্যক্রম , জব্দতালিকা সুরতহাল ও রহস্য উৎঘাটনের জন্য তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, তদন্ত পুলিশ পরিদর্শক সুধীন চন্দ্র দাসসহ কুমিল্লা থেকে সিআইডি ও পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হন।
এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো.আহসানুল ইসলাম বলেন, কঙ্কাল উদ্ধারের সময় ছিড়া পাঞ্জাবি ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে কঙ্কালটি পুরুষ লোকের হবে বলে ধারনা করেন। তিনি বলেন সর্বোচ্চ তদন্ত করে ঘটনার রহস্য উৎঘাটন করা হবে।
এ দিকে কঙ্কালের পাশে উদ্ধার হওয়া মোবাইলে ফোনের সুত্র ধরে ইতিমধ্যেই উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় শনাক্ত করে পুলিশ। উদ্ধার হওয়া কঙ্কালটি কুমিল্লা দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ির মৃত আহাম্মদ আলীর ছেলে ছোট্ট মিয়ার হিসেবে পরিচয় নিশ্চিত করেন তিতাস থানার ওসি আহসানুল ইসলাম। তিনি বলেন বয়ষ্কব্যক্তি, কি কারণে সে এখানে আসলো কিংবা কেউ কেনই বা তাকে এখানে নিয়ে আসবে এই সব বিষয়ে তদন্ত চলছে। ছোট্ট মিয়ার পরিবার জানায় গত ৮ মার্চ থেকে নিখোঁজ ছিল ছোট্ট মিয়া ।
এছাড়াও একটি সুত্র জানায়, ছোট্ট মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবীদ্বার থানায় একটি মামলা রয়েছে । মামলা নং ২/৪৬ । চলতি বছরের ৭ মার্চ মামলাটি দেবীদ্বার থানায় রেকর্ড করা হয়।মামলায় এজাহারভুক্ত আসামি ছোট্ট মিয়া।