কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক রাজটিকার উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ গ্রাম উপজেলার পাথালিয়াকান্দি থেকে পার্শ্ববর্তী ঘনিয়ারচর যাবার পথে এই হামলা চালায় নকুল নামের এক ব্যক্তি । এসময় শিক্ষক রাজটিকা, তার দু মেয়ে পুনম ও অরন্যরাজ এবং স্ত্রী মনিরা আক্তারও হামলার স্বীকার হয়।
জানা যায়, উপজেলার পাথালিয়াকান্দি গ্রামের শাহালম নকুলের নেতৃত্বে শিক্ষক রাজটিকার উপর হামলা করা হয়। এসময় মেয়ের সামনে বাবার উপর হামলা মেনে নিতে না পেরে বাধা দিতে গিয়ে দুই মেয়েকেই লাঞ্চিত ও রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। একজন মানুষ গড়ার কারিগরকে তার মেয়ের সামনে লাঞ্ছিত করায় ক্ষুব্ধ এলাকাবাসী। অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবির কামনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।সুত্র:আ:কু।