একটি গ্রাম একটি দেশ-মাদক মুক্ত বাংলাদেশ : পুলিশ সুপার কুমিল্লার ঘোষনা
কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ সুপার ফারুক আহমদের সার্বিক দিক নির্দেশনায় মাদকের নিয়মিত অভিযানে গত রবিবার রাত সাড়ে দশটার সময় অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল মীর আবিদুর রহমান ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমানের নেত্বতে এস.আই আবু হেনা এসআই মোঃ মোস্তফা রেজা, এএসআই মোঃ নুর আজম, এএসআই, এএসআই মোঃ হুমায়ুন কবির, এএসআই আব্দুল মোতালেব সঙ্গীয় ফোর্স নিয়ে মুরাদনগর থানাধীন মানিক মিয়ার চা দোকানের সামনে হোমনাগামী একটি সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজিতে তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ মোঃ সুজন মিয়া, পিতা- মোঃ জাকির হোসেন, সাং- দুলালপুর, থানা- ব্রাহ্মণপাড়া জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়।আটককৃত গাঁজার আনুমানিক বাজার মুল্য চার লক্ষ টাকা।ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ।