ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের নিরাপত্তার জন্য গত অর্থবছরে ব্যয় হয়েছে ২ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৯৪ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৭০ টাকা। যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া এক প্রতিবেদনে জাকারবার্গের নিরাপত্তার পেছনে এ পরিমাণ অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে। এই বিপুল অর্থ ব্যয় হয়েছে জাকারবার্গের নিরাপত্তাকর্মীদের বেতন, সরঞ্জাম কেনা, নিরাপত্তা সেবা নেওয়া ও আবাসন উন্নয়নের পেছনে।
শুধু জাকারবার্গ নন, তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ব্যয়ও বহন করে ফেসবুক। তা দেশে থাকার সময় হোক বা দেশের বাইরে থাকার সময়। গত বছর করোনা পরিস্থিতির কারণে তার অঙ্ক অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে জাকারবার্গের অফিস। সেখানে প্রতিষ্ঠানের অন্য কর্মীদের সঙ্গে নিয়মিত কাজ করেন তিনি। অন্য কর্মীদের মতো তার ডেস্কও খোলা থাকে। অন্যদের সঙ্গেই তিনি বসেন। তবে তার পাশে দেহরক্ষী থাকে।