অবশেষে মাদক সম্রাট রুবেলকে বিপুল পরিমান গাঁজা, দুইশত বোতল ফেনসিডিল ও এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব। গত সোমবার ৫ এপ্রিল গাজীপুর জেলার টঙ্গী এলাকা থেকে গ্রেফতার হয় রুবেল।
জানা যায়, মাদক সম্রাট রুবেল দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদক ক্রয় করে দেশের বিভিন্নস্থানে পাঁচার করে আসছিল। করোনাকালেও তার মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে আসছিল। চতুর রুবেলকে গ্রেফতার করতে কুমিল্লার আইন শৃংখলা বাহিনীর সদস্যরা একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি। রুবেলের গ্রামে বাড়ি বরিশাল, মাদকের ব্যবসা করতেই সে কুমিল্লায় দীর্ঘদিন অবস্থান করে আসছিল। মাদক সম্রাট রুবেল গোলাবাড়ি সাহাপুর এলাকার এক মাদক ব্যবসায়ির মেয়ে বিউটিকে (ছদ্মনাম) প্রেমের ফাঁদে পেলে তাকে নামমাত্র বিয়ে করে। বিয়ে করার সুবাধে ঐ বাড়ীতে জামাই বেশে অবস্থান করে কুমিল্লার গোলাবাড়ী ভারতীয় সীমান্ত থেকে মাদক ক্রয় করে মজুদ করে । এরপর বিভিন্ন কায়দায় মাদক নিয়ে রাজধানী ঢাকা, বরিশাল, গাজীপুর, টঙীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে লক্ষ লক্ষ টাকার মালিক বনে গিয়েছে রুবেল।
সর্বশেষ একটি মিনি কার্ভাটভ্যানে থাকা ৩০ কেজি গাঁজা, দুইশত বোতল ফেনসিডিল ও এক হাজার পিস ইয়াবাসহ রুবেলকে গ্রেফতার করে র্যাব ১ এর সদস্যরা। মাদক সম্রাট রুবেল এর উত্থান ও পরিচয় নিয়ে বিস্তারিত জানতে চোভ রাখুন নাগরিক খবরে।