কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ডিউটিতে যাওয়ার সময় পায়ে লুকানো দুটি মোবাইলসহ কারারক্ষীকে আটক করে কারা কর্তৃপক্ষ । বুধবার (৩১ মার্চ) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। আটক কারারক্ষী রোমান ভূঁইয়া (২৪) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী বাজারের হাপানিয়া গ্রামের শাহাজাহান ভূঁইয়ার ছেলে।
কারাগারের জেল সুপার শাহাজাহান আহমেদ নাগরিক খবরকে বলেন, বুধবার ৩১ মার্চ ভোরে সিফট পরিবর্তনের সময় ডিউটিতে আসে কারারক্ষী রোমান ভূঁইয়া। কারাগারের ভেতরে প্রবেশ করার আগ মুহূর্তে তার দেহে তল্লাশী চালিয়ে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় পায়ের সঙ্গে আটকানো দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থাকা কক্ষে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ট্রাঙ্কের ভেতর থেকে ছোট চার প্যাকেট গাঁজা, আরোও ৫টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।