1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটির সভাপতি বাবর সাধারণ সম্পাদক জুয়েল ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত

কু‌মিল্লার সি‌টি কাউ‌ন্সিলর সাইফুল বিন জ‌লিল সাম‌য়িক বরখাস্ত

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৭২৯ বার পঠিত
অ‌ভিযুক্ত কাউ‌ন্সিলর সাইফুল বিন জ‌লিল (ফাইল ফ‌টো)

কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রোকন উদ্দিনের ওপর গাড়ি তুলে দেওয়া ও দা নিয়ে নাচানাচি ও হত‌্যা‌চেস্টায় মামলায় গ্রেফতার হওয়ার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশ ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বরখা‌স্তের বিষয়টি নিশ্চিত করেন মেয়র মো. মনিরুল হক সাক্কু। তি‌নি বলেন, সাইফুল বিন জ‌লিল‌কে মন্ত্রণালয় থে‌কে সাম‌য়িকভা‌বে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হওয়ার এক‌টি চিঠি নগর ভবনে আসে। পরে তা দেখে বরখাস্তের বিষয়টি নিশ্চিত হন

কাউ‌ন্সিলর সাইফুল বিন জ‌লিল ২০১২ সালের ৫ জানুয়ারি ও ২০১৭ সালের ৩০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড থেকে টানা দুবার বিএনপির সমর্থন দিয়ে কাউন্সিলর হন। তাঁর মা মনোয়ারা বেগম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সদস্য ও কুমিল্লা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাবেক সহসভাপতি ছিলেন। সাইফুল বিন জলিলের বাবা আবদুল জলিল ১৯৭৭ সালের ১০ সেপ্টেম্বর থেকে ১৯৮২ সালের ১৫ মে পর্যন্ত কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান (বর্তমানে মেয়র) ও কুমিল্লা শহর বিএনপির সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হকের (সাক্কু) ঘনিষ্ঠজন ছিলেন।

উ‌ল্লেখ‌্য গত ১৯ মার্চ শুক্রবার বেলা সাড়ে তিনটায় কুমিল্লা ছাতিপট্টি অজিত গুহ মহাবিদ্যালয় এলাকা দি‌য়ে মিছিল নিয়ে যাওয়ার সময় কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রোকন উদ্দিনের পায়ের ওপর গাড়ি তুলে দেন কাউন্সিলর সাইফুল বিন জলিল। এতে রোকনের দুই পা থেঁতলে যায়। বর্তমানে রোকন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরপর পুলিশ নগরের তেলিকোনা–সংলগ্ন কাসারিপট্টি এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় কাউন্সিলর সাইফুলকে আটক করতে যায়। এ সময় সাইফুল তাঁর আস্তানা থেকে দা হাতে নিয়ে বের হন। একপর্যায়ে পুলিশ তাঁকে ধরতে গেলে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। সেখানে জনতার উপস্থিতিতে পুলিশের সঙ্গে কিলঘুষি হয়। সাইফুল দা নিয়ে নাচানাচি করেন। এ–সম্পর্কিত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

এদিকে এই ঘটনায় রোকন বাদী গত শনিবার সকালে কোতোয়ালি মডেল থানায় সাইফুল বিন জলিলকে প্রধান আসামি করে আটজনের নামে একটি হত্যাচেষ্টার মামলা করেন। এই মামলায় শনিবার বিকেলে সাইফুলকে কুমিল্লার আদালতে নেওয়া হয়। আদালত তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।সুত্র:প্রআ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com