জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে ১৭ মার্চ কুমিল্লায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিভিন্ন ব্যক্তিবর্গরা। শ্রদ্ধাজ্ঞাপন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার , সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদ চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অবঃ) আবু তাহের, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার,এনএসআই এর যুগ্ম পরিচালক অালীম উদ্দিন, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।