এইতো কিছু দিন আগেও মনে হতো, মৃত্যু আমাকে ভয় পায়! আর আজ আমি মৃত্যুকে ভয় পাই। জীবনের একমাত্র সত্য এটাই যে কাল আমি থাকবো না এই সুন্দর পৃথিবীতে, থেকে যাবে আমার পাপের ফসল।
গতকালকেও মনে হতো আমার অনেক টাকার দরকার, কিন্তু আজ আমার কিছুই দরকার নেই এমনটি ভাবি। গতকালকেও রাগ হলে কাউকে গালি দিয়েছি, আর আজ তার কাছে ক্ষমা চাচ্ছি। আগামীকাল যে আমার আসবে না। গতকালকেও আমি অনেক সাহসী যুবক ছিলাম, আর আজ আমি সাহসকে ভয় পাই। কারণ আগামীকাল যে আমি থাকবো না।
আপনার সাথে আমি অন্যায় করেছি ক্ষমাটা আপনার কাছেই চাইতে হবে! মক্কা মদিনা গিয়ে চাইলেও কোনো লাভ নেই, আল্লাহর কাছে চাইলেও কোনো লাভ নেই। যাকে কষ্ট দিয়েছি, যার হক মেরে খেয়েছি, যাকে গালি দিয়েছি, যার মনে আঘাত দিয়েছি তার কাছেই ক্ষমা চাইতে হবে, সে মাফ করলেই তবে মুক্তি।
এক সময়, সময় অচল ছিলো, আমি সচল ছিলাম, আজ সময় সচল, কিন্তু আমি অচল। এটাই বিধাতার খেলা, প্রকৃতির নিয়ম। ঘড়ির কাঁটা আজ খুব জলদি চলছে, ক্যালেন্ডারের তারিখও খুব জলদি পরিবর্তন হচ্ছে, তার মানে যেতে হবে ওপারে – স্থায়ী ঠিকানাতে , যে ঠিকানার শুরু আছে শেষ নেই ।
জীবনের এই বাঁকে বাঁকে
পেয়েছি সাধ ক্ষণে ক্ষণে,
জীবনের এই শেষ বেলাতে
সঁপেছি মোরে বিধাতার কাছে।
অসমাপ্ত !