ঠাকুরগাঁওয়ে স্বামীর দেয়া মালামাল লুট করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে শাম্মি আক্তার চম্পা (২৭) নামে এক গৃহবধূর বিরুদ্ধে। বুধবার (০৩ মার্চ) রাতে এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন পলাতক গৃহবধূর স্বামী মনতাজ আলী ।
থানায় অভিযোগে জানা গেছে, সদর উপজেলা পাহাড় ভাঙ্গার শামসুদ্দিনের মেয়ে শাম্মি আক্তার চম্পার সাথে একই উপজেলার উত্তর পাড়া গ্রামের মোত্তালেব আলীর ছেলে মনতাজের সঙ্গে বিয়ে হয় দশ বছর আগে। দীর্ঘ ৮ বছরের সংসারে একটি মেয়ে সন্তানও আসে ওই পরিবারে। প্রতিদিনের মতো গত ১ মার্চ মনতাজ কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখতে পায় ঘরের ভেতরে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও প্রায় সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকারসহ স্ত্রী নেই। আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারেন জেলার রুহিয়া থানা এলাকার লিটনের সঙ্গে পালিয়ে গেছেন ওই গৃহবধূ । এ বিষয়ে থানায় অভিযোগ দেন স্বামী মমতাজ।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানতে চাইলে, অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
এ জাতীয় আরো খবর..